‎হোসেনপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন।

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৬:৫২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৬:৫২:৫৭ অপরাহ্ন
 

‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার: ২৩ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন করেছে সভাপতি পদপ্রার্থী এবং বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সমর্থকরা।

‎শুক্রবার হোসেনপুর হাসপাতাল মোড়ে একসাথে জড়ো হয়ে সহস্রাধিক মোটরসাইকেলে চড়ে ছয়টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে হাজিপুর বাজারে গিয়ে শেষ হয়। আগামী ১৯ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম মবিনের জন্য ভোট চেয়ে এ শোডাউন করা হয়।

‎অসুস্থতা জনিত কারণে প্রার্থী উপস্থিত থাকতে না পারলেও শোডাউনে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম, এ আই খান শিবলু,সেলিম মাহবুব সবুজ, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফিক, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বাহার, সিদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার সুমন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসারসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ, জিয়াউর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব,পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া।

‎সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদ। এবং উপজেলা, পৌর,ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ শোডাউনে অংশগ্রহণ করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]