
নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। ৭ আগষ্ট ২০২৫ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন প্রদান করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ শিহাব উদ্দিনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
স্থানীয়দের আশা, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে। অধ্যক্ষ বাবর এলাকায় দীর্ঘদিন থেকে সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে জোরালো ভূমিকা রাখার মাধ্যমে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।