যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী’কে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৪:৪৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৪:৪৮:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী’কে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল অদ্য ১৪ আগষ্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৩:১৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সীবাজার ইউপি, চানবাগ এলাকা অভিযান পরিচালনা করে জিআর নং- ৪৯/৯৩, কুলাউড়া থানার মামলা নং-০১, তারিখ-০৪/০৬/১৯৯৩, ধারা- ৩০৪ (০১) পেনাল এর মূলে ওয়ারেন্টভূক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী- আক্কাছ আলী (৬০), পিতা- আপ্তাব আলী, সাং- কালেঙ্গা, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]