বোয়ালখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত।

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৯:১৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৯:১৫:০০ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা।

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস'২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। "প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি" শীর্ষক এক র্যালিত্তোর আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)'য় অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম এর উপস্থাপনায় ও সহকারী যুব উন্নয়ন অফিসার মাহবুবুল আলমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আতিকউল্লাহ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, সহকারী যুব উন্নয়ন অফিসার মাদুল বড়ুয়া, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক কর্মকর্তা সাংবাদিক মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা মহসীন খান তরুনসহ যুব সংগঠন ও আত্মোজয়ী যুব-যুবতি বৃন্দ।

সভা শেষে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহনকারীদের মাঝে সনদ ও ১০লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]