কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার সভা অনুষ্ঠিত। ৬ সেপ্টেম্বর ওপেন ডে

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:১৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:১৬:৩২ অপরাহ্ন

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদার ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে- দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ।

আগামী ৬ সেপ্টেম্বর শনিবার ওপেনিং ডে। এই উপলক্ষে মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির এক সভা ১০ আগস্ট ২০২৫ কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে, প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কন্সটিটিউশন এবং পূর্নাঙ্গ কমিটি অনুমোদন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৩১ আগস্ট রবিবার প্যারেন্টস মিটিং ধার্য করা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন - আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ ও সেক্রেটারি আনসার মিয়া, মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর দিলোয়ার আলী,ভাইস প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি লিডার মকিস মনসুর, সাংগঠনিক সম্পাদক আসকর আলী, সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোঃ আনোয়ার, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া ,আলহাজ্ব তৈমুছ আলী,প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু ও অভিভাবক  সৈয়দ কাহের সহ প্রমুখ।

২০২৫-০৬ সেশনের জন্য কার্যকরী কমিটি নিম্নরূপ: চেয়ারপার্সন এম এ হান্নান, ভাইস চেয়ারপার্সন কাউন্সিলর দিলোয়ার আলী, ভাইস চেয়ারপার্সন ক্বারী নুরুল ইসলাম ও ক্বারী শাহ মোঃ তাসলিম, সেক্রেটারি প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ মকিস মনসুর, ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, অর্গানাইজিন সেক্রেটারি আসকর আলী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু,প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য বৃন্দ: হাফিজ মাওলানা ফারুক আহমদ, মাওলানা কাজী ফয়জুর রহমান, মাওলানা আব্দুল মুক্তাদির, আব্দুল আহাদ চৌধুরী, শাহ মোঃ আলী আকবর, আনসার মিয়া, আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, আব্দুল কাদির, সৈয়দ কাহের,অজিহুর রহমান মিজান,বিলাল খান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]