ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানী আর নেই।

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:০৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:০৬:৩০ অপরাহ্ন
 
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি।
 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃতি সন্তান, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টায়  রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় (৬৫) বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
রুহুল আমিন মাদানী ১৯৯৬ ও ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন।
 
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]