গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ফেনীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:১০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:১০:২৬ পূর্বাহ্ন

জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি।

গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আসাদুজ্জামান তুহিনকে ৭ আগস্ট কুপিয়ে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে, ফেনীতে কর্মরত সাংবাদিকরা। ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রবিবার (১০ আগস্ট) বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সবাইকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহিম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক যায়যায়দিনের পত্রিকার জেলা প্রতিনিধি আজাদ মালদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাপ্তাহিক ফেনীর রবি নির্বাহী সম্পাদক সাংবাদিক নজির আহমেদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এমএ জাফর, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্লাহ রিপন, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, ভোরের ডাকের জেলা প্রতিনিধি ইলিয়াস সুমন, আমার কাগজের ফেনী প্রতিনিধি মো. আলাউদ্দিন, এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মো. সাহাব উদ্দিন।

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এছাড়া, সাম্প্রতিক সময়ে জেলায় কর্মরত দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় পত্রিকার প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজনের ওপর 'একতাই শক্তি' নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আচমকা হামলার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিও তুলেন বক্তারা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]