সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদÐ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিলন সরকার কে গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:৫৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:৫৮:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদÐ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিলন সরকার (৪২)’কে গ্রেফতার করেছে র‍্যাব ১। 

বাংলাদেশ আমার অহংকার- এই সোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এবং র‌্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল ০৯ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন গ্রীনরোডস্থ কাঞ্চন টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চাঞ্চল্যকর ও আলোচিত সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যাকান্ডে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিলন সরকার (৪২)’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম নাজমুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা নিবাসী পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালে নওগাঁ জেলার চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে আসেন। সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে অপহরণকারীরা নাজমুল ইসলামকে অপহরণ করে তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে।

ভিকটিমের পরিবার মুক্তিপণ প্রদানে অসম্মত হওয়ায় গ্রেফতারকৃত আসামী মোঃ মিলন সরকার (৪২) ও তার সহযোগীরা মিলে তাকে নির্যাতন করতে থাকে এবং নির্যাতনে এক পর্যায়ে ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে সিরাজগঞ্জের সলঙ্গার রূপসী বাংলা হোটেলের পাশে একটি বটগাছের নিচে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম এর মরদেহ ফেলে চলে যায়।

সেসময় উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামী মোঃ মিলন সরকার’কে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে। তার প্রেক্ষিতে মামলার স্বাক্ষ্য প্রমাণ এবং যুক্তি তর্ক শেষে উপরোক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত পূর্বক মৃত্যুদÐে দন্ডিত করে রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী রায় প্রদানের পর থেকে পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উক্ত আসামী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। পরবর্তীতে গাইবান্ধা জেলার সাঘাটা থানা কর্মকর্তার অধিযাচন পত্রের মাধ্যমে র‌্যাব-৪ এবং র‌্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির  সহায়তায় ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন গ্রীনরোডস্থ কাঞ্চন টাওয়ার এলাকায় হতে হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদÐ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিলন সরকার (৪২)’কে গ্রেফতার করে। ৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]