ফের সাংবাদিক হত্যা চেষ্টায় মরিয়া উঠছেন মোর্শেদ ও নান্নু

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৫:০২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৫:০২:৪৯ অপরাহ্ন

নিজেস্ব প্রতিবেদক

সাংবাদিক কেএম সোহেব জুয়েলকে হত্যা চেষ্টায় মরিয়া উঠছেন মোর্শেদ ও নান্নু এমন সতর্কতা দিলেন রাসেদ। গতকাল ৭ আগষ্ট ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেল ৫ টায় গৌরনদী উপজেলার সরিকল বন্দরের উত্তর মাথায় হেলথ কেয়ার হাসপাতালের সম্মুখে মোঃ সহিদের চায়ের দোকানে বসে অনেকের মধ্যে ইসলামি আই কেয়ার নামক প্রতিষ্টানের মালিক ও সরিকল বন্দরের চিকিৎসক মোঃকামালের উপস্থিতিতে সাংবাদিক জুয়েলকে সতর্কতা বানি দিয়ে স্মরন করিয়ে দিলেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গিরনগর ইউনিয়নের চরফতেপুর গ্রামের মোঃ ডালু খানের পুত্র রাসেদ খান।   


সাংবাদিক জুয়েল গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত আলীআহম্মদ খলিফার পুত্র। তিনি গৌরনদী রিপোর্টার্স ইউনিটির কোষাদক্ষ ও গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। 


সাংবাদিক জুয়েল বলেন, তার সাথে পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদার পুত্র মোর্শেদের সাথে ঠিকাদারি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তার (জুয়েল) উপর ২০২২ ইং অতর্কিত হামলা চালায় মোর্শেদ ও নান্নু। এই ঘটনায় সরকার পতনের পর বাবুগঞ্জ থানায় ও অপর ঘটনায় আদালতে মোর্শেদ ও নান্নু সহ একাধিক অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন সাংবাদিক জুয়েল। ওই মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে ফের সাংবাদিক জুয়েলকে হত্যা করে লাশ গুম করার নয়া মিশনে মাঠে নামছেন মোর্শেদ- ৫০ ও তার সহযোগী একই গ্রামের আলিআজিম খানের পুত্র নান্নু - ৪৮।  


রাসেদ বলেন, মানুষ হত্যা করলে এখন কিছু হয়না ভাই। মোর্শেদ আপনাকে হত্যা করতে নানান ষড়যন্ত্রের দিন কাটাচ্ছেন। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক থাকার কারনে আমি ওকে বারবার হত্যা যঙ্ঘকে নিষেধ করে যাচ্ছি তবে আপনি সতর্কতা অবলম্বন করে চলেন এমনটি বলেন রাসেদ।


গাজিপুরের সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় সাংবাদিক জুয়েল নিজের জীবন নিয়েও শঙ্কায় ও নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি( জুয়েল)। তাই অপরাধী মোর্শেদ ও নান্নুকে অতি দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞেসাবাদ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক জুয়েল ও তার পরিবারের লোকজন।


উল্লেখ, মোর্শেদ ২০১২ ইং বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রাম থেকে আগ্নেয় অস্ত্র সহ র্্যাবের  হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারা ভোগ করেন বাবুগঞ্জ থানার অস্ত্র মামলা নং  জিআর ১২/৬০ , সাতাখিরা বর্ডার থেকে ভারতে অনধিকার ও অসদ কাজে  প্রবেশে করলে গ্রেফতার হন  ২০২০ ইং সালে ও কারা ভোগ করেন সোর্শেদ, বাবুবাবুগঞ্জ থানার সাংবাদিক হত্যা চেষ্টা  জিআর মামলা নং - ০৮ /২৪ ইং কারা ভোগ করেন। এ ছারাও আরো মামলা আছে তার বিরুদ্ধে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]