গাজীপুরে এক সাংবাদিককে জবাই করে হত্যা, বিএমএস এফের উদ্বেগ।

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:৪৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:৪৯:৪৯ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টার, গাজীপুর।  
 
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে জবাই করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্র যন্ত্রের অচলাবস্থাকে দায়ী করেছেন। 
 
গাজীপুরে একদিনের ব্যবধানে আনোয়ার হোসেন নামে বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধিকে ইট দিয়ে থেঁতলে আহত করা হয়েছে, থানা ও পুলিশের সামনে, এতে পুলিশকে পুরোপুরি নিস্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
 
তার পরদিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আসাদুজ্জামান তুহিন কে জবাই করে হত্যা করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘটনায় সাংবাদিকদের প্রতি রাষ্ট্র যন্ত্রের নীরবতাকে দায়ী করে অবিলম্বে হত্যাযজ্ঞের নৃশংস ঘটনার সাথে জড়িত আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]