ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক নারীকে বস্ত্রহিন করে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী এলাকায়।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আওলাতলী এলাকার বিল্লাল মুন্সি বাড়ির পাশে ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু কিছুদিন যাবৎ প্রতিবেশি আঃ হাই ও তার দুই ছেলে মোঃ ফরহাদ এবং আল আমিন বিভিন্ন ভাবে বিল্লাল মুন্সির জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করে আসছিলেন।
তারই সূত্র ধরে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আঃ হাই গংরা দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল মুন্সির জমিতে অনধিকার প্রবেশ করে এবং সিমেন্টের সিমানা পিলার সহ ২৫টি বিভিন্ন প্রজাতীর গাছ কেটে ফেলে। এসময় বিল্লাল মুন্সির মেয়ে ফাহিমা আক্তার প্রতিবাদ করিলে আঃ হাই গংরা ফাহিমার উপর হামলা চালায় এবং ফহিমাকে রক্তাক্ত জখম করে। ফাহিমা মাটিতে পরে গেলে বিবাদীরা তার গলায় থাকা দেড় ভরি উজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নেয়।
এসময় বিবাদীরা ফাহিমা আক্তারকে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ফাহিমা আক্তারের মা মোছাঃ রহিমা আক্তার ফিরাইতে গেলে বিবাদীরা তাকেও এলোপাতাড়ি মারপিট করে এবং তার হাতে থাকা স্বর্নের বালা ছিনাইয়া নেয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে বিবাদীরা সুযোগমত পাইলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ফাহিমা আক্তারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ফাহিমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।