বরিশালে লিটু হত্যা মামলায় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিল্টন গ্রেফতার।

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৮:৫০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৮:৫০:২২ অপরাহ্ন
 

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো।

 

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার আসামি মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বাগান বাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন।

তিনি জানান- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভূক্ত আসামী রিয়াজ মাহমুদ খান মিল্টনকে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

উল্লেখ্য- ৩১ জুলাই সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মো. লিটন শিকদার ওরফে লিটুকে হত্যার পাশাপাশি তার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও তার মা, বোন ও ভাই কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় ১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন, নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত- মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।


নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টন।

তারপর অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদিসহ তার মা ভাইদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হমলার ঘটনা ঘটে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]