
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক।
মাদারীপুরের কালকিনিতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে, কালকিনি দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালকিনি দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের হলরুমে লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নজরুল ইসলাম শামীম।
এসময় তিনি বলেন, আমাদের এই চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সহিত রোগীদের উন্নতমানের চিকিৎসা দিয়ে আসছেন। গত জুন মাসের ১ তারিখে মাসুম হাওলাদার নামের এক ব্যক্তির চোখের অপারেশন করেন ডাঃ শাহজাহান সিরাজ এম বি বি এস। অথচ মাসুম হাওলাদার আমাদের হাসপাতাল সহ আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।