জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে ভোলা জামায়াতে ইসলামী।

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৪:৩৫ অপরাহ্ন

আশিকুর রহমান শান্ত, ভোলা। 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টার দিকে ভোলা প্রেসক্লাব সংলগ্ন কাবিল মসজিদ প্রাঙ্গন থেকে এ সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা  আমীর মাস্টার জাকির হেসেন, জেলা সেক্রেটারী হারুন অর রশিদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারী অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির কামাল হোসেন, ভোলা সদর সেক্রেটারী মাওঃ আব্দুল বারী, ভোলা পৌর আমীর জামাল উদ্দিন, সেক্রেটারি মোঃ আতাউর রহমান কামাল, পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে গনহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের বিচার দাবী করছি। সমাবেশ শেষে একটি গন মিছিল ভোলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাবিল মসজিদ চত্তরে এসে শেষ হয়। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]