
মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) : পঞ্চগড়ের দেবীগঞ্জে রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার নামে একটি অবৈধ ডেন্টাল চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে, ভুয়া প্রেসক্রিপশন লিখে চিকিৎসাসেবা প্রদান করায় গোলাম রব্বানী রাব্বি নামে এক পল্লী চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপজেলার শালডাঙা বাজারে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, পুলিশ সদস্য, সেনা সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শালডাঙা বাজারে “রওজা ফার্মেসি” নামের একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি গোলাম রব্বানী নিয়মিত রোগীদের প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করতেন।
একই বাজারে তিনি রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার নামে একটি ডেন্টাল চেম্বারও চালু করেন। অথচ তার চিকিৎসা বা দন্ত চিকিৎসায় কোনো বৈধ ডিগ্রি নেই। অভিযুক্ত গোলাম রব্বানী রাব্বি জানান, তিনি চিকিৎসা শাস্ত্রে ৩ মাস এবং দন্ত চিকিৎসায় ৬ মাস মেয়াদি একটি কোর্স সম্পন্ন করেছেন।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, তার করা ট্রেনিং চিকিৎসাসেবা প্রদানের জন্য আইনগতভাবে বৈধ নয়। তিনি যেসব ওষুধ প্রেসক্রিপশন করেছেন, সেগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ ডেন্টাল চেম্বারটি সিলগালা করা হয়েছে।