
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এবং কেন্দ্রটি নাটোরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মূল দাবি: দুর্নীতির অভিযোগ: মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, উপ-প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন চৌধুরী শিশুদের জন্য বরাদ্দকৃত খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও খেলাধুলার সরঞ্জাম ক্রয়ের টাকা আত্মসাৎ করেছেন।
এছাড়াও, অফিসের অন্যান্য মালামাল ক্রয়েও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। কেন্দ্র স্থানান্তর: রাজশাহী থেকে কেন্দ্রটি কামাল উদ্দীন চৌধুরীর নিজ জেলা নাটোরে স্থানান্তরের প্রক্রিয়া চ‚ড়ান্ত করার অভিযোগ করা হয়েছে। যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অব্যবস্থাপনা ও হুমকি: অভিযোগকারীরা আরও বলেন, উপ-প্রকল্প পরিচালক শিশুদের প্রতি উদাসীন এবং তার বিরুদ্ধে কথা বললে স্টাফ ও শিশুদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। সম্প্রতি এইচ.এস.সি পরীক্ষার্থীরা তার দুর্নীতির প্রতিবাদ করলে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
আওয়ামী ফ্যাসিবাদের দোসর আখ্যা: মানববন্ধন থেকে বক্তারা কামাল উদ্দিন চৌধুরীকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে তার অপসারণের দাবি জানান। কেন্দ্রের প্রেক্ষাপট: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক্#৩৯; প্রকল্পের আওতায় ২০১২ সালের নভেম্বরে রাজশাহীতে এই সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি চালু হয়। ঝুঁকিপূর্ণ ও নির্যাতিত শিশুদের সুরক্ষা দিয়ে তাদের সমাজে পুনঃএকীকরণের লক্ষ্যে এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
বর্তমানে এখানে প্রায় ১৪০ জন সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান জানিয়েছেন, নাটোরে নিজস্ব জায়গা থাকায় সেখানে ভবন নির্মাণের জন্য কেন্দ্রটি স্থানান্তর করা হচ্ছে, কারণ রাজশাহীতে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা ভবন ভাড়া দিতে হয়।
অন্যান্য অভিযোগ: রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রেও শিশুদের উপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, যা আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে, রাজশাহীর সচেতন নাগরিক এবং সুবিধা বঞ্চিত শিশুরা গণমাধ্যমের সহায়তায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে মোঃ কামাল উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মাসুদ রানা রাব্বানী