
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে অস্ত্র মামলায় ২১ বছরের সাজা প্রাপ্ত এবং একাধিক মামলার আসামী জসিমকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে বিস্ফোরক উদ্ধার, মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ০৪ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ০৬.০০ ঘটিকার সময় এসএমপি, সিলেট কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেট, মেন্দিবাগ পয়েন্ট, ভর্তাবাড়ী রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ১৪ মার্চ, ২০১৭; ধারা- ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, জিআর ৪৩/১৭, প্রসেস নং-১৩১/২২ এর মূলে অস্ত্র মামলায় ২১ বছরের সাজা প্রাপ্ত ০১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন @ জসিম আহমদ (৪৩), পিতা- মৃত হিরা মিয়া, সাং- উত্তর ধারা বহর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ০৪ টি মামলা রয়েছে এবং আরও ০২ টি মামলায় সে তদন্তে অভিযুক্ত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।