
নিজস্ব প্রতিবেদক : ০২ রাউন্ড কার্তুজ ও ০৩ টি ককটেলসহ দেশীয় তৈরি ওয়ান শুটারগান র্যাব কর্তৃক উদ্ধার।
অদ্য ০৩/০৮/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০১:০০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কুঠিমালিয়াট সাকিনস্থ জনৈক আয়াত আলী (৫৫) এর চায়ের দোকানের পূর্ব পার্শ্বে ঝোপের মধ্যে অভিযান পরিচালনা করে একটি বাজারের ব্যাগের মধ্যে পেঁচানো পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড কার্তুজ ও ০৩ টি ককটেল উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।