হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা ও মুক্তি কামনায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, শনিবার (২ আগস্ট) বাদ আসর উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলা সংগ্রামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী'র সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের সংগ্রামী আমীর এস এম আব্দুস সালাম আজাদ।
মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়তের অফিস সেক্রেটারি, মিডিয়া সেল এর ইনচার্জ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলার ওলামা মাশায়েক পরিষদের সহ-সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ওলামা মাশায়েক পরিষদের ইনচার্জ হাফেজ মাওলানা মুতাহেরুল হক, সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ, সেক্রেটারি নুর সাদেক।
সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছুরুত আলমসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীদোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু একটি দলের নেতা নন, তিনি মানবতার মুক্তির আন্দোলনের পথপ্রদর্শক। তাঁর সুস্থতা গোটা জাতির জন্য অত্যন্ত জরুরি। তাই দেশবাসীর প্রতি তাঁর জন্য আন্তরিক দোয়ার আহ্বান জানাই দোয়া শেষে আমীরে জামায়াতের দ্রুত আরোগ্য ও নিরাপদ মুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন সকলে।