
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব ১১ এর যৌথ অভিযানে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার - এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এবং র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ৩১/০৭/২০২৫ তারিখ রাত ০৮.৪২ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার মামলা নং-০৯, তারিখ-২৩/০১/২০২৫ ইং, ধারা-বিশেষ ক্ষমতা আইনের 25(B) জিআর নং-০৯/১২, এসটি নং-১১০/১২ মূলে ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফিরোজ (৪০), পিতা-মৃত ফজলার রহমান, সাং-বিষ্ণুপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।