
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক (অবসর প্রাপ্ত) দিলীপ কান্তি ঘোষ এর মৃত্যু হয়েছে। গতকাল ৩১ জুলাই ( বৃহস্পতিবার) বিকেল সাড়ে ছয়টায় কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ১০০ বছর। তিনি সবার নিকট কাজল স্যার নামে পরিচিত ছিলেন।
বর্ষীয়ান এ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার শিক্ষকতা জীবনে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে হাজার হাজার শিক্ষার্থীদের আলোকিত করেছেন।
তিনি ছিলেন, অনেক শিক্ষার্থীর অনুপেরণার উৎস। তার মৃত্যুতে শিক্ষার্থীরা সমবেদনা জানাচ্ছেন। তিনি শিক্ষকতা জীবনের প্রথম থেকে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু করে, এ স্কুল থেকেই অবসর গ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি অবিবাহিত ছিলেন।