নাইক্ষ‍্যংছড়ি-ঘুমধুমে জামায়াতে ইসলামী বৃক্ষরোপণ।

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:১৫:০৭ অপরাহ্ন


হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সারা দেশের ন‍্যায় বান্দরবানে নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২ টায় ঘুমধুম ইউনিয়নে বৃক্ষরোপণ এই কর্মসূচির আয়োজন করে। ঘুমধুম জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বৃক্ষরোপণ এই কর্মসূচির পালন করেন।   


বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার হামিদুল হক এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি বলেন, “শুধু রোপণের মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ থাকবে না। এটিকে পরিচর্যা করে একটি সবুজ ইউনিয়ন হিসেবে ঘুমধুমবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।” 


তিনি আরও বলেন, “আমাদের আগামীর প্রজন্ম যেন সবুজে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটি সম্ভাব্য জায়গায় বৃক্ষ রোপণ করতে চাই।” ঘুমধুমবাসীকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।   


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঘুমধুম ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক মোঃ আবু সাঈদ,৫ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ রিদওয়ান, রশিদ আহমদ, নুরুল বশর  বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]