
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে অপহরণ মামলার নাবালিকা ভিকটিম উদ্ধার পূর্বক ১নং এজাহারনামীয় আসামী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ধৃত ১নং আসামী মোঃ একরামুল হক ভিকটিমকে বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়িতে গিয়ে প্রেম ভালবাসাসহ কু-প্রস্তাব দিত। এরই প্রেক্ষিতে ইং ১৬/০৬/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১:০০ ঘটিকার সময় ভিকটিমের পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১নং আসামীসহ এজাহারে বর্ণিত আসামীগণ মিলে ভিকটিমকে অজ্ঞাতনামা স্থানে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পারে এবং ভিকটিমের মাতা বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯ ,তারিখঃ ২১/০৬/২০২৫ ইং, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারা।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ৩০/০৭/২০২৫ তারিখ: ১৪.২৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগর এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার সদর থানার অপহরণ মামলার পলাতক ১নং আসামী মোঃ একরামুল হক (২০), পিতা-মোঃ হযরত আলী, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং-রায়পুর, দাসেরহাট, ইউপি-কাঠালবাড়ী, থানা ও জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার এবং নাবালিকা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।