দেবহাটা রিপোর্টার্স ক্লাবে ইউএনওর বিদায়ী সংবর্ধনা প্রদান

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১১:০৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১১:০৪:১৩ অপরাহ্ন

এম এ আছাদ, নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বুধবার ৩০ জুলাই দুপুর ১২টায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।


সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতির সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য জাফর ইকবাল, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, সদস্য হারুন-অর রশিদ প্রমুখ। সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান তার দেবহাটা উপজেলায় ১বছর ১১মাসের দায়িত্ব পালনকালে সাংবাদিকবৃন্দসহ দেবহাটাবাসীর সার্বিক সহযোগীতার স্মৃতি তুলে ধরে উপজেলার সকল সেক্টরের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। আসাদুজ্জামান বলেন, দেবহাটাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় ও বন্ধুসুলভ আচরন করার কারনে তিনি যথাসম্ভব সরকারী দায়িত্ব পালন করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছেন। তিনি আজীবন এই স্মৃতি মনে রাখবেন।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান সম্প্রতি এডিসি হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলাতে বদলী হয়েছেন। শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]