
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চা উদ্বুদ্ধ করতে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
জানা যায়, দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এসময় উপজেলার ৭ শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরাগণ।