ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর চালকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।​

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৭:১১ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর মেশিন চালিয়ে রাস্তার ক্ষতি করায় এবং যানজট সৃষ্টি দায়ে এক ট্রাক্টর চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৩০ জুলাই (বুধবার) উপজেলার সদর বাজারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এজরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের খাদ্য গুদাম সংলগ্ন সদ্য ঢালাইকৃত রাস্তায় অতিরিক্ত মাল বহনকারী একটি ট্রাক্টর মেশিন চালিয়ে রাস্তার ক্ষতি করে এক ট্রাক্টর চালক। এসময়  সড়কে যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উক্ত ট্রাক্টর চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন
পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমনা করেন এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে সতর্ক করা হয়।

এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ ধরণের অপরাধের বিরোদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]