হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৪৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৪৬:১১ অপরাহ্ন
 
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন সভাপতিত্বে সকাল সাড়ে ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
 
‎মঙ্গলবার (৩০ শে জুলাই/২৫ ইং) সভায় উপস্থিত ছিলেন, হরিপুর থানার আবু তাহের সা. সম্পাদক হরিপুর উপজেলা বি‎এনপি, মো.আতিকুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াত ইসলামী হরিপুর হরিপুর, মোঃ মোজাকের ইসলাম সুমন, সভাপতি, গণঅধিকার পরিষদ হরিপুর উপজেলা শাখা, বাবু নগেন কুমার পাল, বীরমুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন, বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র লিডার এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।

 
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। তবে মাদক, জুয়া এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং উন্নয়নমুখী হরিপুর গড়ে তুলতে হবে।
 
 
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা বিষয় সম্প্রতি রোড এক্সিডেন্ট, উপজেলায় নারী ও শিশু নির্যাতন, পাচার ও বাল্যবিবাহ বন্ধনে লক্ষ্যে ইউনিয়ন পরিষদ সচেতনতা, অপমৃত্যু, চিকিৎসা, চোরাচালান, মাদক দ্রব্য, চুরি, বর্ডার সিমান্তে অযথা ঘুরাফেরা ও রাস্তার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিজিবির কমান্ডার বলেন, বর্ডার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনার পাশাপাশি সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]