
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মা-বাবাকে মারপিটের ঘটনায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা মামলার আসামি মোঃ মাসুদ (৩০), নামের এক যুবককে ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী ও র্যাব- ৪ মিরপুরের একটি অভিযানিক দল।
মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় ঢাকা জেলার সাভার থানাধীন আকরান (বউ বাজার) এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব। গ্রেফতার মোঃ মাসুদ (৩০), তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও থানার রামচন্দ্রপুরহাট বগিপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। বুধবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মামলার বাদী মোসাঃ শিরিন ইয়াসমিনের (২০) ভাই নিহত মাহাবুর ইসলাম বাবু (২৮) একজন মাদকসেবী। সে মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন সময় পরিবারের সদস্যদের জ্বালাতন করত। গত ৯ জুলাই ভোর সাড়ে ৫টায় মাদকাশক্ত মাহাবুর ইসলাম বাবু মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে সে তার মা’কে মারপিট করার জন্য উদ্যত হয়। ওই সময় তারা বাবা এগিয়ে আসলে সে তার বাবাকে গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং একটু দূরে গিয়ে তার মা’কে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। ওই সময় ইটের আঘাতে তার মা গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ ঘটনায়, বাদী তার প্রতিবেশী চাচা আসামী মোঃ আব্দুর রহমান (৪৮), চাচাতো ভাই মোঃ মাসুদ (৩০), ও তার বন্ধু মোঃ রিপন (২৫), একই দিন বিকাল সোয়া ৫টায় মাদকাশক্ত বাবুকে তাদের বসতবাড়ীর বারান্দায় সিমেন্টের খুঁটিতে বেঁধে লাঠি দ্বারা এলোপাথারী মারপিট করে শাসন করার এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বাবু ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় গত (১০ জুলাই) নিহত বাবু’র ছোট বোন মোসাঃ শিরিন ইয়াসমিন, বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থানা পুলিশ।