বিপুল পরিমান ইয়াবা এবং ২.৩ গ্রাম ০২ পুরিয়া হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:৫৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:৫৫:১৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : ১০০ পিস ইয়াবা এবং ২.৩ গ্রাম ০২ পুরিয়া হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর মাতুয়াইল হতে গ্রেফতার।


গতকাল ২৯/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ সুমন (৩৫) পিতা- মহিউদ্দিন মৃধা, সাং- মাতুয়াইল, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা ও ২। মোঃ মোবারক হোসেন (৩২) পিতা- মৃত মকবুল হোসেন, সাং- শনিরআখরা, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এই সময় গ্রেফতারকৃত ১। মোঃ সুমন (৩৫) এর নিকট হতে ০২ (দুই) পুরিয়া হেরোইন, যার ওজন ২.৩ গ্রাম ও আনুমানিক মূল্য ২৩,০০০/- (তেইশ হাজার) টাক এবং ২। মোঃ মোবারক হোসেন (৩২) এর নিকট হতে ১০০ (একশত)  পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।



প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।


গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]