নবীনগরে যুবলীগ নেতার কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার।

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৫৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৫৩:৩৮ অপরাহ্ন

আব্দুল্লাহ আল মামুন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিটঘর ইউনিয়নে অভিযান চালিয়ে এক যুবলীগ নেতা রতন মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার রাত ১.৩০ মিনিটে অভিযান পরিচালনা করে যুকলীগ নেতা রতন মিয়াকে আটক করে।

 
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তে নবীনগরের বিটঘর ইউনিয়নে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে অভিযুক্ত যুবলীগ নেতার কাছ থেকে ধারালো দুটি দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তি বিটঘর ইউনিয়নের যুবলীগের সভাপতি পার্থী বলে দাবি করেছেন একাধিক সূত্র।

 
নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহীনূর রহমান বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযুক্তকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অস্ত্র আইনে মামলা করা হয়েছে।”

 
স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের বিচরণ বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান সময়োপযোগী পদক্ষেপ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]