চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন।​

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৬:১৮ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : সাগরের নিম্নচাপ চলে গেছে। তবে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রামে।  চট্টগ্রামে আরও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এদিকে রোববার (২৭ জুলাই) সকালে বৃষ্টির কারণে সড়কে ভোগান্তিতে পড়ে কর্মস্থলমুখী মানুষ। বৃষ্টির কারণে সকালে সড়কে গাড়ি চলাচল করেছে কম। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দেখা যায় হাতে গোনা। যেসব গাড়ি সড়কে চলাচল করেছে, সেগুলোর চালকেরা বাড়তি ভাড়া দাবি করেন যাত্রীদের কাছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। বিপাকে পড়েন সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষও।


চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। এটি গতকাল শনিবার বাংলাদেশের উপকূল পেরিয়ে যায়। এ নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও দু-তিন দিন বৃষ্টি হতে পারে।


এদিকে, অমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে চট্টগ্রাম নগরের মোহরা ও আগ্রাবাদের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কর্ণফুলী ও হালদা নদীর পানি নগরের বিভিন্ন খাল উপচে পড়ায় দুই পাশের এলাকায় তলিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বসতবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। আজও এমন পরিস্থিতির শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]