সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও সংগঠনের ঐক্য রক্ষার লক্ষ্যে ক্ষিলক্ষেত থানা রিপোর্টার্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রত্যক্ষ ভোটে গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক ও সংগঠক ফাহাদ মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বহুল পরিচিত সংবাদকর্মী রোমানা রহমান।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: নাইমুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এশা মল্লিক দপ্তর সম্পাদক: আরাফাত রহমান প্রচার সম্পাদক: তারেক রায়হান ১ নম্বর কার্যনির্বাহী সদস্য: রাকিব হাসান নেতৃবৃন্দের পেশাগত পরিচিতি।
অপরদিকে, সাধারণ সম্পাদক রোমানা রহমান একজন অভিজ্ঞ ও সুনামধন্য সাংবাদিক। তিনি জাতীয় দৈনিক মাতৃভূমি খবর–এ সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। রিপোর্টিংয়ে তার নিরবচ্ছিন্ন নিষ্ঠা ও সাহসিকতার জন্য তিনি সাংবাদিক মহলে প্রশংসিত।
আশাবাদ ও অঙ্গীকার কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ফাহাদ মোল্লা বলেন, এই দায়িত্ব শুধু পদ নয়, এটি সাংবাদিকদের কল্যাণে কাজ করার সুযোগ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাগত সংগঠন গড়ে তুলতে চাই।
সাধারণ সম্পাদক রোমানা রহমান বলেন, আমাদের লক্ষ্য হবে ক্ষিলক্ষেত থানায় সাংবাদিকদের অধিকার সুরক্ষা, প্রশিক্ষণমূলক কর্মসূচি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংবাদপত্রে নারীদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
ক্লাবের সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এই কমিটি পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে এবং সংগঠনের ভিতকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
নতুন কমিটির পক্ষ থেকে অচিরেই সাংবাদিকদের জন্য একটি পেশাগত প্রশিক্ষণ কর্মশালা, গণমাধ্যমে নৈতিকতা বিষয়ক সেমিনার এবং প্রেস কার্ড হস্তান্তরসহ একাধিক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।