পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সরকারি প্রা, বিদ্যালয়ে মা" সমাবেশ ও গ্রীন স্কুল বৃক্ষ রোপণ

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:১৯:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:১৯:৫৩ পূর্বাহ্ন
 
বিশেষ প্রতিনিধি - বিদ্যালয়ের যে কোন ব্যার্থতা শুধু শিক্ষার্থী বা শিক্ষকের নয়, বরং সেটা আমাদের সম্মিলিত সমাজ ব্যবস্হার প্রতিফলন। শিক্ষার্থীদের আচরণ গত পরিবর্তন ও অভ্যন্তরিন শৃঙ্খলা বজায় রাখতে অভিভাবকদের ভুমিকা অপরিসীম। মা" সমাবেশে এমন আশাবাদী বক্তব্য উপস্থাপন করেই  প্রধান শিক্ষক উপস্থিত মা" দের উজ্জীবিত করেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা" সমাবেশ ও গ্রীন স্কুল কর্মসুচীর  বৃক্ষ রোপণ করা হয়েছে।


গতকাল দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের সভাপতিত্বে মা/ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পরিক্ষার পাঠোন্নতির বিবরণী কার্ড মা" অভিভাবকদের হাতে তুলে দেন শ্রেনি শিক্ষকগন। 


এ সময় বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত মতবিনিময় করেন, সংশ্লিষ্ট শিক্ষক মাহফুজা তৈয়বা, শিক্ষক মেহেনাজ সম্পা। উপস্থিতি বৃদ্ধি, ঝড়ে পড়ারোধ, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করনীয়, শিক্ষার জন্য উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী, এবং শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করন সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মুলক আলোচনা করেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান। 


তিনি জানান শিক্ষক - শিক্ষার্থী অভিভাবক এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতাই তাদের শিক্ষা জীবনের সাফল্যের চাবিকাঠি। শিক্ষিকা মেহেনাজ সম্পা বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা আর ঝুকি নিতে পারি না, শিক্ষার্থীদের বর্তমান সামাজিক অবস্থান ও প্রেক্ষাপট বিষয়ে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে অতি আদরের সন্তানরা বিপদগামী না হয়।


শিক্ষিকা মাহফুজা তৈয়বা বলেন, মা" দের সচেতনতাই পারে আদর্শ সন্তান গড়ার মুল স্তম্ভ। পরে মা অভিভাবকদের নিকট হতে উন্মুক্ত মতামত প্রস্তাবনা চাওয়া হয় এবং তাদের মতামত ধর্য্যসহকারে বিবেচনায় নেয়া হয়।


মা সমাবেশ শেষে বিদ্যালয় চত্বরে একটি কৃষ্ণচুড়া ও একটি বকুল ফুলের গাছ লাগানো হয়েছে, এ সময় শিক্ষিকা সৈয়দা শেফালী, মেহেনাজ সম্পা, মাহাফুজা তৈয়বা এবং শিক্ষার্থীরা বৃক্ষ রোপণ কর্মসুচীতে অংশ গ্রহন করে। পরিশেষে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে মাগফিরাত কামনা এবং আহতদের আশুসুস্হতার জন্য দোয়া করা হয়। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]