বোয়ালখালীতে বগি রেখে কক্সবাজার এক্সপ্রেস গেল ঢাকায়।

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:২০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:২০:৫১ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা। 


বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।


কাপলিং ভেঙে ট্রেনের শেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে রেলওয়ে সূত্রে জানা যায়। রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, পাশাপাশি দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেনও ওই রুটে চলাচলের কথা রয়েছে।


গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, বিকেল ৩টা ৮ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কিছুদূর যেতেই বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, মূল ট্রেনটি প্রায় ১০০ থেকে ১৫০ গজ সামনে গিয়ে থেমে যায়। পরে বিচ্ছিন্ন বগিতে থাকা যাত্রীদের মূল ট্রেনে তোলা হয় এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বগিটি এখনো বোয়ালখালী গোমদন্ডী রেল স্টেশন থেকে একটু দূরে অবস্থান করছে। 


তবে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]