রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলমান প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৪:০৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৪:০৪:৩২ পূর্বাহ্ন

 
নিজস্ব প্রতিবেদক।

 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জুলাই বাংলা বিভাগ, ২৮ জুলাই অর্থনীতি বিভাগ এবং ২৯ জুলাই ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের অনুষ্ঠিতব্য লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্থগিত করার বিষয় জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও  মৌখিক পরীক্ষা স্থগিতের বিষয়টি ইতোমধ্যে আবেদনকারীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং পরবর্তীতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পত্রের মাধ্যমে জানানো হবে। 

 
উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প একনেক-এ অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়টিতে ২৪ জুলাই পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলন থেকে তারা ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, মানববন্ধনসহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, এছাড়াও ২৬ জুলাই কালোব্যাজ পরিধান করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে এমন অবস্থায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা কষ্টসাধ্য ব্যাপার হবে বলেই পরীক্ষা কার্যক্রম স্থগিত করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]