
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সেলিম (২৬), নামের এক মাদক কারকবারীকে গ্রেফতার করেছে। বৃস্পতিবার (২৪ জুলাই) বিকাল সোয়া ৬টায় কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ সেলিম, সে নগরীর কাটাখালী থানার চর খানপুর এলাকার মোঃ সেন্টু শেখের ছেলে। বর্তমানে সে কাশিয়াডাঙ্গা থানার বসড়ী গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানা পুলিশ জানতে পারে, অত্র থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় এক বাড়ির সামনে দুইজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।
এমন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার এসআই মোঃ নাদিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ সেলিমকে গ্রেফতার করে। এসময় অপর এক মাদক কারবারী পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।