তানোর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন সভাপতি শামীম সম্পাদক আরিফুল।

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৬:৪৫ অপরাহ্ন


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহী তানোরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

 
জানা গেছে, চলতি মাসের ২৫ জুলাই শুক্রবার শামিম চৌধুরীকে সভাপতি, আরিফুল ইসলাম সম্পাদক, রাব্বি ইসলাম সাংগঠনিক সম্পাদক ও আব্দুল মালেককে কোষাধ্যক্ষ করে উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।


উপজেলায় মোট ১৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এছাড়াও মনিরুল ইসলাম হেলালকে কমিটির উপদেষ্টা করা হয়েছে।


নবগঠিত সভাপতি শামীম চৌধুরী বলেন, তানোর উপজেলাধীন সকল ক্লিনিকগুলোতে চিকিৎসার মান বৃদ্ধি ও জবাবদিহিতার লক্ষ্যে এই কমিটি পাশাপাশি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার মালিকদের বিভিন্ন সমিস্যা সমাধানে একসাথে কাজ করার লক্ষ্যেই কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সকল শ্রেণী পেশার মানুষ যাতে স্বল্প খরচে সঠিক চিকিৎসা পায় এই লক্ষ্যে আমাদের কমিটি গঠন করা হয়েছে। তানোর উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের নব গঠিত কমিটি সকলের সহযোগিতা চেয়েছেন।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]