ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে : ফয়সল চৌধুরী

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১০:৫৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১০:৫৩:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক।​


গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দল এবং দেশের জন্য কাজ করতে হবে।


তিনি বলেন, আগামীর বাংলাদেশের মুক্তির সনদ বিএনপির ৩১ দফা। এর আলোকেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এই ৩১ দফা নিয়ে গবেষণা করতে হবে। জনগনের ঘরে ঘরে এর তাৎপর্য ও সুফল কি হতে পারে তা তুলে ধরতে হবে।


তিনি বলেন, বিএনপি কেবল ক্ষমতার রাজনীতি করেনা। জনগনের কল্যানের রাজনীতি করে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগনের পাশে থাকতে হবে। উদার গণতান্ত্রিক বাংলাদেশ আর বিএনপি সমার্থক। আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই। একটি শান্তির দেশ গড়তে চাই। ফয়সল চৌধুরী শুক্রবার বিকেলে গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন পরিষদ হলে ৯নং আমুড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে


অনুষ্টিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটির পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক শাহাজান আহমদ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক রুহিন আহমদ রাজন।


আরোও বক্তব্য রাখেন, আমুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আফজল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান আহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাছন আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক সাহানুর আহমদ সানু, ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সুমন আহমদ রনি, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুক মিয়া ও সেক্রেটারি রহমান আলী, যুগ্ম সম্পাদক মইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উনু মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইসলাম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা জুনেদ, আমুড়া ইউনিয়ন জাসাসের সভাপতি ওয়েছ আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমদ সজল, ইউনিয়ন যুবদল নেতা রিমন চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]