কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৫:০৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৫:০৭:২৫ অপরাহ্ন
 
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর- গাজীপুরের কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হয়ে সৌরভ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
 

নিহত সৌরভ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব দাউদপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৌরভ অটোচালনা শেখার জন্য বঙ্গবন্ধু বাজারের দক্ষিণ পাশে জনৈক আশরাফের বালুর গদির সামনে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং মারাত্মক আহত হয়।
 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
 

পরবর্তীতে সৌরভের মরদেহ আবারও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং খবর দেওয়া হয় কালীগঞ্জ থানা পুলিশকে।
 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতাল উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]