ফুলবাড়ীতে জানালা ভেঙ্গে ৫ ভরি সোঁনসহ ১লক্ষ টাকার চুরির অভিযোগ

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২০:৩১ অপরাহ্ন


মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে- দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাটাবাড়ী গ্রামের মিন্টু সরকারের ঘরের জানালা ভেঙ্গে প্রায় ৫ ভরি সোঁনাসহ নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী থানা পুলিশ।


বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় মৃত মিন্টু সরকারের স্ত্রী চাঁদ সুলতানা রাতে দোতালায় ঘুমাতে গেলে নিচতলার একটি ঘরের পেছনে থাকা গ্রিলের জানালা ভেঙ্গে চোর ঘরের ভিতরে ঢুকে প্রতিটি আলমিরা ভেঙ্গে ফেলে ও আসবাপত্রতে খোঁজাখুজি করে আলমিরায় থাকা সোঁনার আংটি,চেন,দুলসহ আলমিরাতে রাখা ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।


সকালে নিচতলায় আসলে চাঁদ সুলতানা ঘরের জানালা ভাঙ্গা দেখতে পায়ে পরে ঘরে গিয়ে দেখে তার সব মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। পরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এককেএম খন্দকার মহিবুলকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি টিম পাঠান।


মৃত্যু মিন্ট সরকারের স্ত্রী চাঁদ সুলতানা বলেন, কখনো শুনতে পাই নাই যে আমাদের এখানে এতো বড় ধরনের চুরি হয়। আজ আমার বাড়ীতে বড় ধরনের চুরি হলো। আজ আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে চোর,ডাকাত বৃদ্ধি পেয়েছে। পুলিশ যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করতো হয়তো আজ এই দশা আমার হতো না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ একটা বড় ধরনের ভুমিকা রাখুক।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে চুরি হয়েছে তা দেখে এসেছি। আমরা সনাক্ত করার চেষ্টা করছি যে কে কে এই চুরির সাথে জড়িত।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]