দেবীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে মানববন্ধন।

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১০:৩৯:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১০:৩৯:২২ পূর্বাহ্ন


মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে দেবীগঞ্জে।


বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় দেবীগঞ্জ বিজয় চত্বর সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেবীগঞ্জ উপজেলা শাখা। এতে উপজেলার প্রায় ৬০টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।


মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী কিন্ডারগার্টেনে অধ্যয়নরত। তারা যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে, এ সুযোগ অব্যাহত রাখা সরকারের নৈতিক দায়িত্ব।

 

বক্তারা আরও বলেন, প্রতিবছর দেবীগঞ্জ উপজেলার শত শত শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে। কিন্তু হঠাৎ করে সরকারের পক্ষ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক।


মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টার (প্রধানমন্ত্রী) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সভাপতি মো: মোস্তফা, সাধারণ সম্পাদক মো: স্বাধীন, শিক্ষক প্রতিনিধি এ.কে. আজাদ, কবিতা রানী সাহা, অবিনাশ চন্দ্র রায় প্রমুখ।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]