জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় উৎফুল্ল, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ২৫ ব্যবসায়ী

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৬:৩৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৬:৩৮:২৮ অপরাহ্ন

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

 

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানের শুরুতে প্রশাসক তার বক্তব্যে তিনি রাজধানীর উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

 

জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নকল ও ভেজাল পণ্য বর্জন এবং মানবিক আচরণ নিশ্চিত করতে হবে, কারণ অসাবধানতাই বড় দুর্ঘটনার জন্ম দেয়।

 

তিনি আরও বলেন, এই অনুদান ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সরকারি সহায়তার সুযোগ এলে তা প্রদান করা হবে। এছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণের বিষয়ে আলোচনা চলছে।

 

অনুষ্ঠানে ২৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সরোয়ার প্রমুখ।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]