
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রাণকেন্দ্রের নাব্যতা হারানো খালের কচুরিপানা ও বর্জ্য অপসারনে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম এর উদ্যোগে মঠবাড়িয়া-মিরুখালী খালে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
এ সময় পৌরসভ যুবদলের যুগ্ম আহবায়ক আহসানুল হক সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের প্রাণকেন্দ্রের মঠবাড়িয়া-মিরুখালী খালটি দখল দুষণে দীর্ঘ কয়েক যুগ ধরে নাব্যতা হারিয়ে মরা খালে পরিনত হয়েছে। বর্তমানে খালটি কচুরিপানায় ভরাট হয়ে খালের পানির প্রবাহ আটকে খালি মরা খালে পরিনত হয়েছে। ফলে এলাকার পরিবেশ দুষণ ঘটছে।
অপরদিকে খালের সাথে সংশ্লিষ্ট অন্তত ১০ গ্রামের কৃষকরা সেচ সংকটে পড়ে চাষাবাদে চরম ভোগান্তির শিকার হচ্ছন।
এ বিষয়ে উপজলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, শহরের প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে যাওয়া মিরুখালী খালে পৌরবাসি বর্জ্য ফেলে খালের পরিবেশ দুষিত করছেন। বর্তমানে খালটি নাব্যতা হারিয়ে কচুরিপানায় ভরাট হয়ে পড়েছে। এতে কৃষকরা কৃষি উৎপাদনে সেচ সংকটে পড়েছেন। ভূক্তভোগি কৃষকদের দাবি পুরণে খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ কর্মসূচি চলমান থাকবে।