বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল বরিশালে চির নিন্দ্রায় শায়িত

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৭:৪৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৭:৪৬:৫৬ অপরাহ্ন


রাহাদ সুমন, বরিশাল ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল করিমের লাশ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে দাফন দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টায় বরিশালের স্থানীয় চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 


ওসি জানান, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর খরকি ওয়ার্ডের শামিম চৌকিদারের ছেলে সামিউল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।


স্কুলছাত্রের মর্মান্তিক এ অকাল মৃত্যুতে গোটা উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। পরিবারে বইছে শোকের মাতম। তাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় করে। সবকিছু মিলিয়ে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। 


জানা গেছে, শিশু-সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সামিউলের নানা আবু জাহের মালও আদরের নাতিকে হারিয়ে দিশেহারা।


তিনি জানান, এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার নাতির মতো আর যেনো কোনো শিশুর প্রাণ এভাবে অবলীলায় ঝরে না যায়। এবং সরকারের কাছে আবেদন রাখেন, জনবসতিপূর্ণ এলাকাসমূহে যেনো প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান চালানো রোহিত করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]