লুঙ্গি প্যাঁচিয়ে হত্যা, ঝোপে মিলল নিখোঁজ রিকশা চালকের মরদেহ

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:৪৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:৪৯:৩১ অপরাহ্ন

 

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে ঝোপের মধ্যে পাওয়া গেছে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ। নিহতের গলায় প্যাঁচানো ছিল লুঙ্গি, পাশে ছিল না তার ব্যবহৃত রিকশাটি।

রোববার (২০ জুলাই) বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ার কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ার পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং সাধারণত রাতে রিকশা চালাতেন। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

রোববার বিকেলে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন একটি পারিবারিক কবরস্থানের পাশের একটি ঝোপের মধ্যে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায়, আনোয়ারের গলায় লুঙ্গি প্যাঁচানো এবং তার রিকশাটিও নিখোঁজ।

স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা আনোয়ারকে শ্বাসরোধে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়েছে। পুলিশও প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা করছে এবং সম্ভাব্য ছিনতাইয়ের বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু করেছে।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]