ঐতিহ্যবাহী স্কুল মাঠে বাস টার্মিনাল নির্মাণ বন্ধের দাবিতে দেবীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১০:২৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১০:২৬:২৬ অপরাহ্ন

 

মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়)প্রতিনিধি:
শতবর্ষী ঐতিহ্যবাহী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রস্তাবিত বাস টার্মিনাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

 

রবিবার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি পেশ করেন।

 

বক্তারা বলেন, ১৯০৬ সালে কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর নিজস্ব জমিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর মাঠটি শুধু খেলাধুলা নয়, বরং জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা শিক্ষামূলক কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত শুধু বেআইনি নয়, এটি বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।

 

শিক্ষার্থীরা তিন দফা দাবি করে
১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণ পরিকল্পনা বাতিল করতে হবে।
২. মাঠটি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে পূর্বের ন্যায় উন্মুক্ত রাখতে হবে।
৩. ভবিষ্যতে এই মাঠ যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রশাসনকে লিখিত নিশ্চয়তা দিতে হবে।

 

উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য বিদ্যালয়ের মাঠকে নির্বাচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনায় আসার পর ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয়।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]