জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
 
 
ফাহাদ মোল্লা 
 
আজ সকাল ১০:০০টায়  আই এ বি মিলনায়তন ফারিন প্লাজা সিপাহিপাড়ার ২য় তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ দের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী। 
 
 
উপস্থিত ছিলেন, জুলাই শহীদ পরিবারের স্বজন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
 
 
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্ররা তাদের তাজা প্রাণ যেভাবে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে জাতি তাদের কখনো ভুলবে না। মহান রবের দরবারে এর বিনিময় উত্তম পুরস্কার পাবে শহীদরা। আজও অনেক ছাত্র তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব, অসহায়ত্ব বরণ করে নিয়েছে। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মানের কাঙ্খীত স্বপ্ন ঘুনাক্ষরেও বাস্তবায়ন হয়নি। নতুন করে আবারো ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি পক্ষ। তাদেরকে প্রতিহত করতে জাতিকে সচেতন থাকতে হবে। দোয়া অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি সম্মাননা তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
 
 
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী সোহরাব হোসেন ফারুকী, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক  মুফতি সানাউল্লাহ কাসেমী, অর্থ ও ও প্রকাশনা সম্পাদক ডাক্তার ওবায়দুল্লাহ সরদার, প্রচার ও দাওয়াহ  বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার অনান্য নেতৃবৃন্দ।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]