শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে গৌরীপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:২৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:২৫:১৫ অপরাহ্ন


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে এসে সমাবেশ করে।


উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি গোলাম কাজিয়েল হাজাত শাহী মুন্সী।  


এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত তারেক রহমান কুটুক্তির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা মীরজাফরের ভূমিকা পালন করেছেন এবং ইতিহাসের বিশ্বাসঘাতক নারী ঘসেটি বেগমের প্রেতাত্মা বসেছিল শেখ হাসিনার অন্তরে। আপনারা দেখেছেন এই ঘসেটি বেগম ও মীরজাফরের কি দশা হয়েছে। আজকেও মসনদে আরেক মীরজাফর বসেছে। এই মীরজাফরদেরকে সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাওয়ার আহবাণ জানান তিনি।


গৌরীপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হানিফ মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা তরুণদলের সহ-সভাপতি আতাউর রহমান সোহেল, কৃষকদল মইলকান্দা ইউনিয়ন সভাপতি মোঃ আনিসুজ্জামান, অচিন্তপুর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন, মাওহা ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, ভাংনামারী ইউনিয়ন সভাপতি আবুল হাসিম, গৌরীপুর ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল, সিধলা ইউনিয়ন সভাপতি চাঁন মিয়া মেম্বার ও বোকাইনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী প্রমুখ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]