ত্রিশালে মুফতি ফয়জুল করীম মিথ্যা সমালোচনা না করে কোন ভুল থাকলে ধরিয়ে দেন

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৫:৩৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৫:৩৮:৪৭ অপরাহ্ন


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি


স্বাধীনতার ৫৩ বছরেরও সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, যারা যখন ক্ষমতায় ছিল তারাই দেশকে লুটপাট করেছে, তারা যখন ক্ষমতায় ছিল তখন জুলুম, লুটপাট, অত্যাচার ও অবিচার করেছে। দেশের ছাত্রজনতা ও আমরা আন্দোলন করেছি বৈষম্য দুর করার জন্য তবে কি বৈষম্য দুর হয়েছে? হয়নি। তবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ইসলামী আন্দোলন বাংলাদেশের।


কথাগুলো বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে মিথ্যা সমালোচনা না করে কোন ভুল থাকলে ধরিয়ে দেন, প্রকাশ্যে ভুল ধরিয়ে দিন, আমরা খুশি হবো। তা না করে মিথ্যা সমালোচনা করছেন। তবে তারেক রহমানের বিরুদ্ধে যে কুরুচীপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে তা কোন অবস্থাতেই ঠিক না, এটা গণতন্ত্র না। এটা আদৌ ঠিক না।


প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম উপরোক্ত কথা বলেন।


বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, আপনি সবচেয়ে বেশি গনতন্ত্রের কথা বলেন, আপনি আপনার নেতাদের কে আগে গনতন্ত্রের শিক্ষা দিন। আপনার কাছে অনুরোধ করবো আপনার নেতাদের আগে গণতন্ত্র শিক্ষা দিন। তবে গঠনমূলক সমালোচনা কি তা তারা শিখতে পারবে। পীর সাহেব চরমোনাইকে যারা ভন্ড বলে স্লোগান দিয়েছে তারা ভন্ড, কথাটি আমার নয় জাতী বলবে।


তিনি বলেন, এক সময় শেখ হাসিনার বাহিনীও পাহাড়ের সাথে তুলনা করতো তাদের, আমরা বড় দল, করোনার চেয়েও শক্তিশালী তারাও টেকেনি। স্লোগানের কারনে আপনারাও টিকবেন না।


ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ (দক্ষিণ) জেলা শাখার আয়োজনে ত্রিশাল বাসষ্ট্যান্ডের সিএন্ডবি মাঠে আয়োজিত জনসভায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি বহুদলীয় গনতন্ত্রের সৃষ্টিকর্তা আপনারা বলেন অথচ অন্যকোন দলই আপনারা সহ্য করতে পারেন না।


তিনি বলেন, জিয়াউর রহমান দল করেছে তাদেরকে নিয়ে জানেন? তাঁর প্রধানমন্ত্রী ছিলেন শাহ্ আজিজুর রহমান, সে কে ছিল জানেন? সে সবচেয়ে বড় রাজাকার ছিল, জিয়াউর রহমানের সংসদের প্রধানমন্ত্রী ছিল রাজাকার। আর বিএনপি স্লোগান দেয়, এদেশ রাজাকার মুক্ত। অথচ আজ নিজেদের বিরুদ্ধে নিজেরাই স্লোগান দিচ্ছে।



বর্তমান পূজিবাদী অর্থনীতি বিষয়ে ফয়জুল করীম বলেন, এ অর্থনীতি চললে আগামী এক হাজার বছরেরও গরীব ধনি হবে না। ইসলামের পুরো অর্থনীতি গরীবদের জন্য। ইসলাম প্রতিষ্ঠা হলে গরীব-ধনীর কোন ভেদাবেদ থাকবে না।


তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষ আ.লীগকে পরীক্ষা করেছে, বিএনপিকে পরীক্ষা করেছে ও জাতীয় পার্টিকেও পরীক্ষা করেছে। তারা বার বার ফেল করেছে। আগামীতে একটি বার ইসলামকে পরীক্ষা করে দেখেন, যদি ফেল করি তবে আর কোনদিন ভোট চাইবো না।


মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সারাদেশে হক এবং বাতিলের লড়াই শুরু হবে। একদিকে থাকবে চাঁদাবাজের গোষ্ঠি অন্যদিকে থাকবে চাঁদা ফেরাবার গোষ্ঠি, একদিকে থাকবে জালেমের গোষ্ঠি, আরেকদিকে থাকবে জালেম ফেরাবার গোষ্ঠি, একদিকে থাকবে ভারতের দালাল গোষ্ঠি আরেকদিকে থাকবে বাংলাদেশের শান্তিকামী গোষ্ঠি।


এসময় তিনি ময়মনসিংহ জেলার ৯টি সংসদীয় আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।


ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিমাল উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. নাসির উদ্দিন, ময়মনসিংহ মহানগর জামায়েতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ (উত্তর) শাখার সভাপতি মাওলানা হাদিউল ইসলাম, দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, শাইখুল হাদীস মাওলানা সিরাজুল ইসলাম, ত্রিশাল শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, খেলাফত মজলিশ উপজেলা শাখার সভাপতি মৌলভী আবু তাহের, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা  আব্দুল কদ্দুস শিকদার, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাখাল চন্দ্র প্রমূখ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]