
মো: হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে- আজকের এই দিনে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার অভিযোগে ফুলবাড়ীতে কোঠা বিরোধিদের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছিলেন ফুলবাড়ীর মুক্তিযোদ্ধারা।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, সংবিধান স্বীকৃত মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না।
বক্তারা অভিযোগ করেন, কোঠা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে বারবার অপমান করা হচ্ছে। ফুলবাড়ী উপজেলা নিমতলা মোড়ে ও বটতলিতে অনুষ্ঠিত এ সমাবেশে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। তারা জানায় যারা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রাপ্য অধিকার নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করাটা চরম দুঃখজনক।
সেই সময় সংক্রিয়ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইছার উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ স্থানীয় সকল মক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। শেষে তারা স্লোগানে স্লোগানে রাস্তায় মিছিল বের করেন।
আজ ঘটনার ১ বছরে এসে তারা অনেকেই আওয়মীলীগ বিরোধি দলে সংযুক্ত হয়ে পুর্বের মতো সকল সুবিধা গ্রহণ করছেন। এতে স্থানীয় অনেকে মনে ক্ষোভ দেখা দিয়েছে।